Home / রাজনীতি / ক্যান্টনমেন্ট কলেজ শিক্ষার্থীদের র‍্যাগ ডে টি-শার্টে ‘শেখ হাসিনা আসবে’, ‘জয় বাংলা’ স্লোগান

ক্যান্টনমেন্ট কলেজ শিক্ষার্থীদের র‍্যাগ ডে টি-শার্টে ‘শেখ হাসিনা আসবে’, ‘জয় বাংলা’ স্লোগান

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠানে শিক্ষার্থীদের টি-শার্টে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ রাজনৈতিক স্লোগান লিখতে গেছে।আজ শনিবার (২১ জুন) ওই ফেয়ারওয়েল অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের পরিচালিত ফেসবুক পেজেও ভিডিওটি শেয়ার করতে দেখা যায়। তাছাড়া এ অনুষ্ঠানের বেশকিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলো আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের শেয়ার করতে দেখা গেছে।

ভিডিওটিতে দেখা যায়, এইচএসসি পরীক্ষার্থীদের কিছু শিক্ষার্থীকে সাদা রঙের টি-শার্টে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন একটি স্লোগান লিখতে দেখা যায়। তাছাড়া টি-শার্টে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ও লিখতে দেখা গেছে।

সেনানিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন রাজনৈতিক বার্তা সম্বলিত টি-শার্ট বিষয়টি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *